ফুলপুরে ছাত্রদলের নয়া কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও ফুলপুরের একেএম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রোববার বিকালে আনন্দ মিছিল করেছেন ফুলপুর উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি পৌরসভার আমুয়াকান্দা বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি ফুলপুর জোড়া ব্রীজের উপর গিয়ে সমাবেশ করে। আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন ফুলপুর উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
(এসআই/এসপি/মে ২৬, ২০২৫)