পাংশায় কৃষি চর্চা নিশ্চিত করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশার আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ গোলাম রসূল, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহমেদসহ আরো অনেকে।
এসময় উপজেলা সকল ইউনিয়ন থেকে প্রায় ১শ' কৃষক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সেসময় বক্তারা, কংগ্রেসে পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন।
(একে/এসপি/মে ২৬, ২০২৫)