রাসেল'স ভাইপার সাপ বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন

একে আজাদ, রাজবাড়ী : সম্প্রতি রাজবাড়ীর পাংশায় মাঠ থেকে রাসেল'স ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছে এক কৃষক। এ ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। যেকারণে পাংশা উপজেলা প্রশাসন রাসেল'স ভাইপার সাপ বিষয়ক সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পাংশা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আবু দারদা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে রাসেল'স ভাইপার সাপ বিষয়ে সবাইকে ধারণা দেওয়া হয়। সেসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় ১শ' জন কৃষক উপস্থিত ছিলেন।
(একে/এসপি/মে ২৬, ২০২৫)