স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সচিবালয় ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার এক ক্যান্টনমেন্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ের কর্মচারীদের চলমান বিক্ষোভকে ‘ক্যু’ বলেও মনে করছেন তিনি। এই ‘ক্যু’ অব্যাহত রাখলে তাদেরও হাসিনার মতো পতন হবে বলে জানান হাসনাত। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ অগাস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।

তিনি লেখেন, বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান!

(ওএস/এসপি/মে ২৬, ২০২৫)