মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে সামাদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইবনে সামাদ মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামের কালাম সরদারের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবচরের সরদারকান্দি গ্রামের কালাম সরদারের বাড়িতে হামলা চালান প্রতিপক্ষ রাসেল মাদবর ও তার লোকজন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় কালাম সরদার ও তার ছেলে ইবনে সামাদসহ ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ইবনে সামাদকে এ দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় মঙ্গলবার সকালে মারা যান। এদিকে সামাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুইপক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার পরিদর্শক মো. শাহজাহান মিঞা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শিবচর থানায় রাসেল মাদবরকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

(এএসএ/এসপি/মে ২৭, ২০২৫)