কাপ্তাইয়ে মধ্যরাতে শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর তালুকদার পাড়ায় আজ মঙ্গলবার মধ্যরাতে শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা দরজা ভেঙে ডুকে বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা সহ মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে গেছে।
বাড়িটির মালিক কাপ্তাইয়ের রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ম্রাসিংনু মারমা জানান, আমরা গতরাতে বাসায় পরিবারের কেউ ছিলাম না। এইসময় মধ্যরাতে বাসায় চুরির ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে বাসায় ছুটে এসেছি। বাসায় এসে দেখি জিনিসপত্র সব এলোমোলো। আমার বাসায় আলমারিতে থাকা পরিবারের সদস্যের প্রায় ৫ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় কাপ্তাই থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনায় কাপ্তাই থানার ওসি মো: মাসুদ জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি এ ঘটনায় কাপ্তাই সার্কেল এসপি মো: জাহেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে কাপ্তাইয়ে হঠাৎ করে বেড়ে গেছে চুরির ঘটনা। মাত্র ১ সপ্তাহ আগে উপজেলার আবাসিক এলাকার একটি সরকারি কোয়াটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া এমন ঘটনায় এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে।
(আরএম/এসপি/মে ২৭, ২০২৫)