কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাদেশিকে পুশব্যাক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন বাংলাদেশীকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ। আজ মঙ্গলবার ভোরে তাদেরকে পুশব্যাক করা হয়। তবে তাদের ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও এক জনের বাড়ি ঝালকাটি জেলায়।
কুশখালী বিজিবি’র বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশব্যাককৃত ২৩ জন বাংলাদেশিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদেরকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়। বিকেলে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৯ জন শিশু। তারা কাজের সন্ধানে ৫ থেকে ২৮ বছর ধরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলায় অবৈধভাবে অবস্থান করতো।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিজিবি সদর থানায় সোপর্দ করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
(আরকে/এসপি/মে ২৭, ২০২৫)