রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি সহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর পৌরসভার টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালি পুলিশ।

আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে বলে জানা গেছে।

ফরিদপুর এলাকায় গ্রেফতারকৃত যুবক সোহাগ মৃধা, সোহাগ মুন্সি, পাগলা সোহাগ নামেও পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার এসব বিষয় নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আড়াই টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সোহাগ মৃধার নিকট থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।'

এ বিষয়ে অস্ত্র আইনে মামলা সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই অভিযানে নেতৃত্ব দেওয়া কোতয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল।

(আরআর/এসপি/মে ২৭, ২০২৫)