সুন্দরবনে কাঁকড়া আহরণের আড়ালে হরিণ শিকার, দুই শিকারি আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনে কাঁকড়া আহরণের আড়ালে হরিণ শিকার করে ধরা পড়েছেন দুই জেলে। গত সোমবার রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির ছোট ময়নার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বনরক্ষীরা। ঘটনাস্থল থেকে একটি নৌকা, ২৬টি কাঁকড়া ধরার বাঁশ দিয়ে তৈরী খাচা ও দুটি হরিণের মাথা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব।
আটক চোরা শিকারি হলেন মো. মামুন (৩৫) ও আব্দুর রহিম (২১)। তারা দুজনই বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক দুই চোরা শিকারি কাঁকড়া আহরণের পাস নিয়ে ভিন্ন কৌশলে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয়। ধারণা করা হচ্ছে তারা সুন্দরবনে ফাঁদ পেতে দুটি হরিণ শিকার করে তার মাংস আগেই পাচার করে দিয়েছে। আটক দু’জনের নামে বন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো করা হয়েছে।
(এস/এসপি/মে ২৭, ২০২৫)