কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে " শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন" এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বুধবার (২৮ মে) হতে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিন করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার,বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্রাকের স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্ত , উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত সাংবাদিক মাহফুজ আলম সহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
(আরএম/এএস/মে ২৮, ২০২৫)