শৈলকুপায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পুষ্টির জন্য বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলের আবাদ করতে হবে। দেশীয় মৌসুমি ফলে প্রচুর পরিমানে পুষ্টি থাকে যা দেহের ক্ষয়রোধে সহযোগীতা করে। তিনি আরো বলেন সব সময় চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র কনসাল্টেন্ট ডা. প্রজেনজিৎ কুমার পার্থ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম সহ আরো অনেকে। এর আগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
(এসই/এএস/মে ২৮, ২০২৫)