গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২জন নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার লোহাইড় ও সকাল ৯ টার দিকে কোটালীপাড়া উপজেলার মনোহর মার্কেট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে ট্রলি চালক লিমন শেখ (৩৫) ও মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী আন্না বেগম (২০)।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, সকালে আন্না বেগম বণগ্রাম বাজার থেকে কেনাকাটা শেষে ব্যাটারী চালিত ভ্যানে লোহাইড় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । ভ্যানটি বেলা ১১ টার দিকে লোহাইড় গ্রামের মুন্সী বাড়ির কাছে পৌঁছালে তার গায়ের ওড়না ভ্যানের চাকা ও গলায় পেচিয়ে রাস্তার উপর আছড়ে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ।
অন্যদিকে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ বলেন, রাধাগঞ্জ গ্রামে বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন চালক লিমন। তার ট্রলিটি কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণহীন গতির কারণে সড়কের উপর উল্টে যায় । এতে ট্রলির নিচে চাপা পড়ে লিমন মারাত্মক আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা ।
(এসই/এএস/মে ২৮, ২০২৫)