প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ছেলের স্ত্রীকে ধর্ষনের মামলায় এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আব্দুর আউয়ারের ছেলে মাসুদ আলী (৪৫) গত শানিবার (২৪ মে) রাত ১২টায় তার নিজের ছেলের স্ত্রী (১৯)কে শয়ন ঘরে ডেকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় ধর্ষিতার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়। ধর্ষিতার স্বামী ঢাকায় গার্মেন্টেসে কর্মরত ছিল এবং ধর্ষকের স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে বেশ কয়েকবার মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয় এলাকাবাসী।

পরে মঙ্গলবার (২৭ মে) রাতে ধর্ষিতা বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ বুধবার (২৮মে) ভোরে মাসুদ আলীকে তার বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ধর্ষক মাসুদ আলীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।

(পিএস/এসপি/মে ২৮, ২০২৫)