বিকাশ স্বর্নকার, সোনাতলা : মানসম্মত উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গত মঙ্গলবার বগুড়া সোনাতলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন সংলগ্ন সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ্য আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট (যুগ্ন সচিব) হোসনা আফরোজা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত জাতি গঠনে আপনাদের অবদান প্রশংসনীয়।

আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন-নবী, দিগদাইর ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তানজারুল হক তুহিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সদরুল ইসলাম সবুজ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার।

আরো উপস্থিত ছিলেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীরা সহ তাদের অভিভাবকগণ।

অনুষ্ঠানের শুরুতেই অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শান্তির দূত পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।

এ অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষার্থী যৌথভাবে বাস্তবচিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করন। মানপত্র পাঠ করেন সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও সঞ্চালনা করেন সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ অলিউল্লাহ'র।

(ওএস/এসপি/মে ২৮, ২০২৫)