নড়াইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ দু'জন মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের গৌরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মো. হাসিব শেখ (৩২) এবং পার মল্লিকপুর গ্রামের মৃত মোকছদ মৃধার ছেলে মো. ইকরাম মৃধা (৫০)।
পুলিশ জানিয়েছে , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে নড়াগাতী থানার এসআই এফ.এম. তারেক ও এএসআই মো. মাহমুদ করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কলাবাড়িয়ার গৌরিপুর বাজারের সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের পশ্চিম পাশের পাঁকা রাস্তার ওপর থেকে ২ কেজি
গাঁজা উদ্ধারসহ উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান মাদক উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
(আরএম/এসপি/মে ২৮, ২০২৫)