ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। 

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবীতে ওই কর্মবিরতি পালন করেন।

উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সানাউল হক স্বপনের নেতৃত্বে প্রতিটি প্রতিষ্ঠানে ওই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচী পালনের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার ফয়জুর রহমান, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের নিজাম উদ্দিন প্রমুখ।

(এন/এসপি/মে ২৮, ২০২৫)