ধামরাইয়ে আধুনিক মিট প্রসেসিং প্লান্টের উদ্বোধন
.jpg)
দীপক চন্দ্র পাল, ধামরাই : শতভাগ নিরাপদ গরু-ছাগলের মাংস পেতে ঢাকার ধামরাইয়ে এবার বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এর আরএমটিপি প্রকল্পের আওতায় আধুনিক নিরাপদ মিট প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। আজ থেকে ধামরাইয়ের বাটুলিয়া বাসস্ট্যান্ডে আসরাফুল মাংস বিতানে মাংস বিক্রি চলছে।
গত সোমবার দুপুরে ধামরাইয়ের বাটুলিয়া বাসস্ট্যান্ডে আসরাফুল মাংস বিতানটির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনীক।
এসময় উপস্থিত ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, এসডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ, স্থানীয় সাংবাদিক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তি।
এর আগে সোমবার দুপুরে সুতিপাড়া এফটিসি সেন্টারে এসডিআইয়ের উদ্যোগে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবে ক্রীড়া সামগ্রী ও মেন্টর সম্মাননা প্রদান করা হয়। এতে কয়েক‘শ কিশোর কিশোরী ও স্খানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, এলাকার জনগণ যাতে পরিষ্কার-পরিছন্ন ও নিরাপদ মাংস ক্রয় করতে পারে তার জন্য প্রতিষ্ঠানের আরএমটিপি প্রকল্প থেকে বাটুলিয়া গ্রামের শুকুর আলী কসাইয়ের আসরাফুল নিরাপদ মাংস বিতানকে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয় এবং তার মাংস বিতান উদ্বোধন করা হয়। এতে আর্থিক সহযোগিতা করেন পিকেএসএফ ও ইফাত।
(ডিসিপি/এসপি/মে ২৮, ২০২৫)