চাটমোহর প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পাবনার চাটমোহরে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়াজনে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরআগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সমাজসেবা অফিসার সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান, ডা. আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুুখ।

(এসএইচ/এসপি/মে ২৮, ২০২৫)