ফরিদপুর মহানগর কৃষকদলের তিন নেতা স্বপদে বহাল

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির সহ ওই কমিটির তিন নেতার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপরোক্ত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন বলে সংগঠনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, সহ-সভাপতি মাসুদ পারভেজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুজ্জামান মজনু-কে তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছিলো। তাদের আবেদনের প্রেক্ষিতে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার সকালের দিকে ফরিদপুর মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'সারা জীবন দলের জন্য কাজ করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। আজীবন দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী গণমানুষের জন্য করে যেতে চাই।'
(আরআর/এসপি/মে ২৮, ২০২৫)