ঈশ্বরদী প্রতিনিধি : মেহেরুন্নেসা লিজা নামের এক গৃহবধুকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত সিরাজুল ইসলাম সরদারের স্ত্রী ফাতেমা বেগম ও সন্তান স্বজল সরদারকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (২৮ মে) আটককৃতদের পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দির নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মামলার বাদি গৃহবধু লিজা মুলাডুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত সিরাজুল ইসলাম সরদারের সন্তান সাঈদ সরদারের স্ত্রী।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, লিজা ও সাঈদের বিবাহের পর হতেই সংসারের খুটি-নাটি বিষয় নিয়ে আসামীরা গৃহবধু লিজাকে নানা ভাবে শরীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ২২মে সন্ধ্যায় লিজার স্বামীর ভাগের ধান চাওয়াকে কেন্দ্র করে বেধড়ক মারধর করে। এ ঘটনায় লিজা বাদী হয়ে ঈশ্বরদী থানায় স্বামীর ভাই মো. স্বজল সরদার (৩০), মোছা. সালমা খাতুন (৩৫), মোছা. ফাতেমা বেগম (৫৮), মোছা. সুমেরা খাতুন (২৭) ও মোছা. শিরিনা খাতুন (৪২) এর নামে নামে অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর আজ বুধবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন জানান, মামলার মোট আসামী ৫ জন। দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

(এসকেকে/এসপি/মে ২৮, ২০২৫)