একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে ১৬০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

আজ বুধবার দুপুরে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। আটককৃতরা হলেন—উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া মাল্লা পট্টি এলাকার জাহাঙ্গীর হাওলাদার (৪৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (৪০)।

পুলিশ জানায়, বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মো. সাইদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকার শমসেরের দোকানের সামনে থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “আসামিরা পেশাদার মাদক কারবারি। মুক্তা বেগমের নামে একটি এবং জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরেই রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

(একে/এসপি/মে ২৮, ২০২৫)