মোংলায় পরিবেশ সমাবেশে বক্তারা
সুন্দরবনসহ উপকূলের প্রাণপ্রকৃতি রক্ষায় সম্মিলিত প্রয়াসের কোন বিকল্প নেই
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নিজেদের প্রয়োজনে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ জরুরি। এ কারণে সুন্দরবনসহ উপকূলের প্রাণপ্রকৃতি রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোন বিকল্প নেই। সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ম্যানগ্রেভ এই বনকে বাঁচিতে দিতে হবে।
আজ বুধবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণপ্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে বক্তারা একথা বলেন।
জলবায়ু ও পরিবেশবাদী জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি তর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, মেংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সেলিম, কবি আফরোজা হীরা।
এবছর পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়।
(এস/এসপি/মে ২৮, ২০২৫)