রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিক ফারজানা ইসলামকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই অভিষেক ও সংবর্ধনার আয়োজন করা হয়।

কবি মাহবুব বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে কেক কেটে এবং নবনির্বাচিত কমিটির সবাইকে ফুল ও কমিটির পদপত্র দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইসলামকেও সংবর্ধনা দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- কবি মাহবুব বারী, ফাররোখ আহমেদ, ধ্রুবজ্যোতি ঘোষ, আলী জহির, কায়েদ-উয-জামান, মাসুম মোকাররম ও জাহাঙ্গীর সেলিম।

কার্যকর কমিটির সভাপতি হলেন কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী, সহ-সভাপতি শেখ ফজল ও রজব বকশী, সাধারণ সম্পাদক তারিক মেহের, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম ও মিনহাজ উদ্দিন শপথ, অর্থ সম্পাদক মো. আব্দুল হাই আলহাদী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হসেন মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সহ-প্রকাশনা সম্পাদক হৃদয় লোহানী, প্রচার সম্পাদক রাজন্য রুহানি, সহ-প্রচার সম্পাদক এরশাদ জাহান।

কার্যকরী সদস্য কবি জয়শ্রী ঘোষ, রুবেল প্রাকৃতজন, তারিকুল ফেরদৌস,
জুনায়েদ খালিদ, শাহেদা ফেরদৌসী, প্রতিমা ধর, তোফায়েল হোসেন, আবু সায়েম মোহাম্মদ সা'আদাত উল করীম।

অনুষ্ঠানে সাহিত্য আলোচনাসহ নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করেন উপস্থিত কবি-সাহিত্যিকরা। সেই সাথে কবিতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(আরআর/এসপি/মে ২৮, ২০২৫)