সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : সারা দেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনীম জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর এর সভাপতিত্বে ও সঞ্চালনা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়বস্তু অফিসার ফাতেমাতুজ জোহরা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুবায়েদ আলম, দৈনিক রুপালি বাংলাদেশ এর কাপাসিয়া প্রতিনিধি, হাসপাতালে ডাক্তার, নার্স, সাংবাদিক ও গন্যমণ্য ব্যক্তিত্ব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাজদিদুল ইসলাম অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি বিভিন্ন গুণাবলি ও পুষ্টিকর খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

(এসকেডি/এসপি/মে ২৮, ২০২৫)