মুনতাহা তাহেবাকে চিকিৎসা সহায়তা দিলো সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মানবিক আবেদনের বিজ্ঞপ্তি দেখে ২লক্ষ টাকা চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছেন বৃটেনে গড়ে উঠা সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড।
আজ বুধবার সকালে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর বাংলাদেশে বসবাসরত পরিবারের সদস্যরা, মুনতাহা তাহেবার পরিবারের কাছে এই সহায়তা তুলেদেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে বন্ধু পারভেজ'র ভাতিজি মোগরাপাড়া এইচ,জি, জি,এস সরকারী স্মৃতি বিদ্যায়তন এর অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুনতাহা তায়েবা, মাত্র ১৪ বছর বয়সে প্রাণঘাতী দুর্লভ রক্তজনিত রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের (কেবিন ৫১৫), ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে তার জীবন রক্ষা হচ্ছে। তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। প্রতিদিনের চিকিৎসা খরচ সহ, যার সম্ভাব্য খরচ ৫০/৬০ লক্ষ টাকা। এত ব্যয়বহুল চিকিৎসা খরচ তার পরিবারের পক্ষে চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। প্রিয় ভাই-বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সকল সহানুভূতিশীল মানুষদের কাছে আবেদন ছোট্ট শিশুটিকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি। এই মানবিক সহায়তা বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিতে এগিয়ে আসে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড। তারা তাৎখানিক দুই লক্ষ টাকা অর্থ সহায়তা করে।
তারা বলেন, অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই এই মানবিক সংগঠনটি গড়ে উঠেছে, আমরা তাদের পাশে আছি এবং থাকবো। তাদের এই মহৎ কাজের জন্য মুনতাহার পরিবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(এসবি/এসপি/মে ২৮, ২০২৫)