আড়াইহাজারে সড়ক নির্মাণে বাধা, চাঁদা না দেওয়ায় ৪ জনকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সড়ক নির্মাণকালে চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার আড়াইহাজার পৌর এরাকার শিবপুরে ওই ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী বলে জানা যায়।
হামলায় আহত শ্রমিক জাহাঙ্গীর জানান, শিবপুর গ্রামের আবুল হোসেনের বাড়ি হতে শিবপুর ব্রিজ পর্যন্ত একটি মাটির রাস্তা নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা তাহেরের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লোক এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় অতর্কিত ভাবে রামদা, লাঠিসোটা দিয়ে শ্রমিকদের জখম করে। এতে অন্তত ৪ জন আহত হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এসবি/এসপি/মে ২৮, ২০২৫)