আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : গ্রীস্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে এবার শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে লাইব্রেরি খোলা থাকবে।

বুধবার (২৮ মে) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন জানান, পহেলা জুন থেকে ১৯ জুন পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ছুটি থাকবে। পাশাপাশি পহেলা জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ছুটি থাকবে। একইসময়ে শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম বিশেষ ব্যবস্থায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।

(টিবি/এসপি/মে ২৮, ২০২৫)

গ্রীস্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে এবার শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে লাইব্রেরি খোলা থাকবে।