মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ৬৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
উপজেলা মৎস্য অফিসার প্রসেনজিত দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাস, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা।
(টিবি/এসপি/মে ২৮, ২০২৫)