বরিশালে অভিবাসী নারী ফোরামের কমিটি গঠন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রবাসী নারী কর্মীদের নানা সমস্যার সমাধান ও সুরক্ষার লক্ষ্যে বরিশালে ১৫ সদস্য বিশিষ্ট নারী অভিবাসন কমিটি গঠণ করা হয়েছে। নগরীর কাশিপুর বাজার সংলগ্ন ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টারে এক সভার মাধ্যমে কমিটি গঠণ করা হয়।
নতুন কমিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নীকে সভাপতি, প্রফেসর শাহ সাজেদাকে সহসভাপতি, বরিশাল উইমেন্স চেম্বারের সভাপতি বিলকিস আহমেদ লিলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রেরিত এক ই-মেইল বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সূত্রমতে, বিদেশ ফেরত নারীরা নানা ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তাই তাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। যাতে নারীরা প্রতারিত বা বিপথগামী না হয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।
(টিবি/এসপি/মে ২৮, ২০২৫)