বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপিঠ জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের বর্ণাঢ্য আয়োজনে ১ম সাময়িকী পরিক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

২৯ মে বৃহস্পতিবার বেলা ১২টায় পৌর অডিটোরিয়াম হলে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

স্কুলের পরিচালক শিক্ষাবিদ এটিএম রেজাউল করিম মানিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিশুদের হাতে খড়ি এখান থেকে শুরু তবে পাঠ্যপুস্তক এর পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষাদান করা খুব বেশি প্রয়োজন। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (চঃদঃ) মোঃ এনায়েতুর রশীদ।

উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ সামছ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ তাদের অভিভাবক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম।

(বিএস/এএস/মে ২৯, ২০২৫)