ফরিদপুরে মাদকসহ গ্রেফতার ১

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মাদকসহ শরীফ শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত শরীফ শেখকে আইনী প্রক্রিয়া শেষে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে তিনটার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (এএসপি) শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১০ জানায়, গতকাল বুধবার (২৮ মে) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে আনুমানিক ছয় হাজার টাকা মূল্যমানের বিশ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শরিফ শেখ (৩২) ফরিদপুর জেলার কোতয়ালি থানার কাচারদিয়া গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র্যাব আরো জানায়, সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
(আরআর/এএস/মে ২৯, ২০২৫)