ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে একটি ইজিবাইক ছিনতাই ও সেটির চালক ফারুক তালুকদার (৪০)কে হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২মাসেে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২য় এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুই জন আসামি উপস্থিত থাকলেও বাকী দুইজন পলাতক আছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ি সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ পলাতক আসামি শাহজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগ্নে শামীম।
রায় ঘোষণার পরে উপস্থিত আসামি দুজনকে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটো চালক ফারুক তালুদারের লাশের সন্ধান পায়।
এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদি হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ইজিবাইক ছিনতায়ের মামলা দায়ের করে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইক ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজা প্রাপ্প পলাতক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত।
(আরআর/এএস/মে ২৯, ২০২৫)