স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : শিক্ষকতা জীবনের অবসান টানা ৩৪ বছর ৪ দিন পর অবসরে নিলেন পঞ্চগড়ের প্রাচীনতম বিদ্যাপীঠ বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ছায়ফুল্লাহ। সবার শ্রদ্বেয় এই শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে দিয়েছেন রাজকীয় সংবর্ধনা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আয়োজন করে লাল গালিচা বিদায় সংবর্ধনা।বৃষ্টি ধারায় ছিটানো হয় ফুলের পাপড়ি। পরে এই শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়, জেলা শহরের কায়েতপাড়া এলাকায় অবসর প্রাপ্ত শিক্ষক এঁর নিজ বাড়িতে।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনি পঞ্চগড় জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন । এর আগে, ১৯৯১ সালের ২৫শে মে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৪ সালে জুলাই মাসে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।

এরপর ২০১২ সালের ৭ মে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি হন।অবসর জনিত কারণে ২৯ সেপ্টেম্বর শিক্ষকতা জীবনের সমাপ্ত ঘটে।সদ্য অবসরপ্রাপ্ত মোঃছয়ফুল্লাহ্ কর্মকালীন উদার ও সৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

(ওএস/এএস/মে ৩০, ২০২৫)