কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুর জেলার কাপাসিয়া ও পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলায় গত এক সপ্তাহে থেকে ১৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। দুই উপজেলার গো খামারিদের সাথে কথা বলে এসব গরু চুরি তথ্য জানা যায়।

স্প্রে দিয়ে অচেতন করে গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রাম থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। খামারি ইউসুফ আলী বলেন, দেওয়াল টপকে চোরের দল আমার কর্মচারীকে চেতনানাশক স্প্রে করে আমার পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, কাপাসিয়া উপজেলার রাউৎ কোনা গ্রামের জমসের আলীর ছেলে সাইফুল ইসলাম জানান, গত বুধবার রাতে আমার গোয়াল ঘর থেকে তিনটি গাভী চুরি হইছে। পনেরো লিটার দুধ বিক্রি করতে পারতাম।

এছাড়াও, গত সোমবার উপজেলার কপালশ্বর গ্রামের আলম মিয়ার ১ টি, নুরুল ইসলামের ১ টি ও বিল্লাল মিয়ার ২ টি গরু চুরি হইছে।

ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এই চুরি হয়।

তিনি বলেন, আলম মিয়ার এক লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, নুর ইসলামের দেড় লাখ টাকা মূল্যের একটি গাভী ও আমার ৩ লাখ টাকা মৃল্যের ২ টা গাভী গরু চুরি হইছে। এ দিকে উপজেলার বামনখলা গ্রামের আবুল কাশেম সিকদার জানান,গত বুধবার রাতে আমার ২টা গাভী চুরি করে নিয়ে যায়।

পাশ্ববর্তী নবীপুর গ্রামের ছলিম উদ্দিনের ২ টা গরু চুরি হইছে। উপজেলার কান্দানিয়া গ্রামের মনো মিয়া জানান, গত মঙ্গলবার দুই লাখ টাকা মুল্যের ১ গরু চুরি করে নিয়ে গেছে।

উপজেলার পাবুর গ্রামের খামারি সাকিল হাসান মোড়ল জানান, আমার ফার্মে ১০ লাখ টাকা মূল্যের গরু নিয়ে আতংক রাত পার করেছি। ঈদ সামনে রেখে গরু চুরি বেড়েছে গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল সাংবাদিকদের বলেন, 'বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। কেউ জানালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসকেডি/এএস/মে ৩০, ২০২৫)