তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননায় মনোনিত হয়েছেন রাজবাড়ীর ডিসি সুলতানা আক্তার

একে আজাদ, রাজবাড়ী : 'তামাক' নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননার জন্য মনোনীত হয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। ৩১ মে (শনিবার) 'বিশ্ব তামাকমুক্ত দিবস' উদ্যাপনের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 'তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫' প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উক্ত সম্মাননা প্রদান করা হবে। এসময় তাকে তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন,'দীর্ঘদিন যাবৎ তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। রাষ্ট্রের জন্য তামাক নিয়ন্ত্রণে কাজ করে আসছি। যার ফলস্বরূপ এই সম্মাননায় মনোনীত হয়েছি। প্রত্যাশা রাখছি, মাদক ও তামাক থেকে এদেশের তরুণ ও নতুন প্রজন্ম মুক্তি নিয়ে সুন্দর একটি দেশ গড়তে এগিয়ে আসবে।
(একে/এএস/মে ৩০, ২০২৫)