ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জায়ামাতে ইসলামী। বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই প্রার্থীর তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তালিকায় ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সাঁড়া ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।

জামায়াতের উপজেলা আমির মওলানা নুর মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

পৌর কমিটির আমির গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এরপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পালন করব।

(এসকেকে/এএস/মে ৩১, ২০২৫)