বাগেরহাটে ১২০ টাকায় ২০ জনের পুলিশে চাকরি
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে শুধুমাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন চাকরি পেয়েছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠান। পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ চাকরি পাওয়া ২০ জনের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।
পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি প্রাপ্তরা জানান, নিয়োগ প্রকৃয়ার প্রতিটি ধাপেই ছিল নিরপেক্ষতা। জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানরা নিজেদের মেধা, শারীরিক সক্ষমতা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া মোসা. তুলি সাংবাদিকদের বলেন, আমি দরিদ্র পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই অভাবের মধ্যে বড় হয়েছি। আমার আব্বা পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। দুই বোনের মধ্যে আমি বড়। পরিবারের অনুপ্রেরণা, নিজের চেষ্টা আর নিয়োগ প্রকৃয়ার সচ্ছতার করনে আজ পুলিশে চাকরি। উর্ত্তীণের তালিকায় নিজের নাম শুনে কেঁদে ফেলেন কনস্টেবল পদে চাকরি পাওয়া মোহাম্মদ তরিকুল ইসলাম। তাঁর বাবা নদীতে মাছ ধরে সংসার চালায়।
তরিকুল বলেন, বিশ্বাসই করতে পারছি না ঘুষ ছাড়াই আমার চাকরি হলো। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে চেষ্টা করেছি। পুলিশ সদস্য নিয়োগে মাঠ পরীক্ষায় অংশ নেয় ৯৯২ জন। তার মধ্যে ১৮জন পুরুষ ও ২জন নারী ২ উত্তীর্ণ হয়। অপেক্ষা মান তালিকায় রাখা হয়েছে আরও ৪ জনকে। পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের চুড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএসএ/এএস/মে ৩১, ২০২৫)