নড়াইলে ইজারাদার আটক, ৫০ হাজার টাকা জরিমানা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গরুর হাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে এক ইজারাদারকে সেনাবাহিনী আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি এস এম শামসুজ্জামান খোকন (৫০) রূপগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, ওইদিন বিকেলে সেনাবাহিনীর একটি টহল দল মাইজপাড়া হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পায়, তিনি গরু প্রতি ১,০০০ থেকে ১,৩০০ টাকা পর্যন্ত ইজারা আদায় করছেন, যেখানে সরকারি নির্ধারিত হার গরুর জন্য ৬০০ টাকা এবং ছাগলের জন্য ২০০ টাকা।
প্রথম দফায় সেনাবাহিনী তাকে মৌখিকভাবে সতর্ক করে অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ দেয়। কিন্তু অল্প সময় পর তিনি পুনরায় অতিরিক্ত অর্থ আদায় শুরু করলে সেনাবাহিনী আবারও হাটে গিয়ে তাকে আটক করে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারি আদেশ অমান্য ও অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ইজারা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় খামারি ও বিক্রেতারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন, কিন্তু রশিদ বা কোনো প্রমাণপত্র দেন না।
(আরএম/এএস/মে ৩১, ২০২৫)