কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মধুখালী উপজেলার মির্জাকান্দি গ্রামের রবিউল ইসলাম (২৫)। গুরুতর আহত সাগর তালুকদার (২৮) একই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সাগর তালুকদার চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।"

(কেএইচএফ/এএস/মে ৩১, ২০২৫)