শ্রীনগরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)'র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় শ্রীনগর উপজেলার বাইপাস এলাকায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান, সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেক দলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
(এআই/এএস/মে ৩১, ২০২৫)