কাপ্তাইয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) কাপ্তাই ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো: সালাউদ্দিন রুবেল উদ্যোগে কাপ্তাই ঢাকাইয়া কলোনি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
কাপ্তাই ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো: সালাউদ্দিন রুবেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা দেশপ্রেম ও ভালোবাসা নীতির কথা স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা দেশ প্রেম ভালোবাসা নৈতিকতাকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত সৎ হয়ে বাংলাদেশে ঘরে তোলার আদর্শ নৈতিকতা লালন করব।
পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রুহের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
(আরএম/এএস/মে ৩১, ২০২৫)