পথচারীদের মাঝে বিএনপি নেত্রীর খাবার বিতরণ
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিনের ব্যক্তিগত উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এর পূর্বে মহানগরীর ১ থেকে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ৩০ মে (সন্ধ্যায়) এ.কে স্কুলের হলরুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের পথ চলতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার গভীর আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।
আলোচনা সভার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশন আহম্মেদ নান্টু, সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, সাঈদ খোকন, নুরুল ইসলাম পনির প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাদের পরিবারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়। সবশেষে রাতে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন নগরীর ১ থেকে ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন।
(টিবি/এসপি/মে ৩১, ২০২৫)