৫ম শ্রেণি পাশ করলেই ছাত্র শিবিরে ভর্তির আহবান জামায়াত নেতার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ছেলে-মেয়েরা ৫ম শ্রেণি পাশ করলেই তাদেরকে ছাত্র শিবিরে ভর্তি করানোর আহবান জানালেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেলও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওঃ রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়।বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামাতে ইসলামীকে রাস্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তা’হলে জামায়াত রাজা হবেনা, জনগনকে প্রজা বানাবে না। আমরা হবো-দেশের মানুষের সেবক।
আজ শনিবার গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামাতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা জমায়াতের আমির মাওঃ বদরুদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অ্যাড. আজমল হোসেন সরদার প্রমূখ।
(টিবি/এসপি/মে ৩১, ২০২৫)