রং মিশিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিকের কারাদণ্ড

একে আজাদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার বস আইসক্রিম কারখানার মালিক আব্দুর রাজ্জাককে (৩৩) মেয়াদোত্তীর্ণ রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা ওই আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন।
ইউএনও এস এম আবু দারদা জানান, দুপুর ১২ টার দিকে পাংশার মৈশালা এলাকার বস আইসক্রিম কারখানায় আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন করার অপরাধে ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে রং দিয়ে আইসক্রিম না তৈরি করার জন্য তাকে কঠোর নির্দেশনা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়েই বস আইসক্রিম কারখানায় স্যাঁতসেঁতে পরিবেশে নোংরা পানি দিয়ে তৈরি করা হয় আইসক্রিম। চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিকেল; আর গরুর দুধের পরিবর্তে ব্যবহার করা হয় নিম্নমানের গুঁড়ো দুধ। আকর্ষণীয় করতে মেশানো হয় কাপড়ের রং।
(একে/এসপি/মে ৩১, ২০২৫)