কাপাসিয়ায় উপজেলা কৃষকদলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কাপাসিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি আজ শনিবার সাইফাইশ্রী দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মজিবুর রহমান টিক্কা খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুর রহমান, ফোরকানুল ইসলাম ফকির মুকুল, আখতারুজ্জামান প্রধান।
অন্যান্যদেও মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য আজগর হোসেন খান ও স্থানীয় বি এন পির আহবায়ক কমিটির তেৃবৃন্দ।
পরিচিতি সভার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডিমরাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তোবারক বিতরণের মথ্য দিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।
(এসকেডি/এসপি/মে ৩১, ২০২৫)