কাপ্তাইয়ের দুর্গম ডংনালা স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীকে খাওয়ানো হলো পুষ্টিকর দুধ

রিপন মারমা, রাঙ্গামাটি : ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ের বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দুর্গম ডংনালা উচ্চ বিদ্যালয়ে ও দেড় শতাধিক শিক্ষার্থীকে খাওয়ানো হলো পুষ্টিকর দুধ।
আজ রবিবার দুপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী (পিএইচডি)।
এসময় তিনি বলেন, দুর্গম এই ডংনালা উচ্চ বিদ্যালয়ের দেড় শশতাধিক শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়েছে।‘দুধ সুপার ফুড এতে মেধা বিকাশের সব উপদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, দুধ আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য খুব উপকারি। আট থেকে আশি বছরের সকলের জন্যই দুধ খুব স্বাস্থ্যকর একটি পানীয়। সুষম ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল দুধ।
ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথুন কুমার সাহা'র সভাপতিত্বে উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তংচংগ্যা ও সুমিত্রা চাকমা এবং স্কুলের সহকারী শিক্ষক নুরুল হামিদ প্রমূখ।
(আরএম/এসপি/জুন ০১, ২০২৫)