ফরিদপুরে নিরব হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ইলেকট্রিক মিস্ত্রী নিরব শেখ (১৮) হত্যা মামলায় মো. সোহাগ কবির (২০) ও মো. আসিফ ফকির (১৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
আজ রবিবার ভোরের দিকে র্যাবের ওই আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন উত্তর শিরগ্রাম এলাকা থেকে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আসিফ ফকির (১৯) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসিফ ফকির ফরিদপুর জেলার কোতয়ালি থানার আকব্বর মোল্যাডাঙ্গীর মৃত সাদেক আলী ফকির এর ছেলে বলে জানা গেছে। এবং এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১০ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালি থানার চরকমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. সোহাগ কবির (২০) করে আটক করে। আটককৃত আসামি সোহাগ কবির ফরিদপুরের একই এলাকার মৃত সোহেল ফকির এর ছেলে।
আজ রবিবার বিকেল পৌনে চারটার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (এএসপি) শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১০ এর ওই বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত (২৬ মে) দুপুর অনুমান আড়াইটার দিকে ইলেকট্রিক মিস্ত্রী নিরব শেখ (১৮) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবার কোনো খোঁজখবর না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালি থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এরপর নিরবকে অনেক খুঁজাখুঁজির একপর্যায়ে গত ২৯ মে সন্ধ্যা অনুমান পৌনে আটটার দিকে একই থানার বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকায় জনৈক হায়দার চোকদার এর কাঠ বাগানে জঙ্গলের ভেতর ভিকটিমের বিবস্ত্র অর্ধপচনশীল ফুলা লাশ পাওয়া যায়। পরবর্তীতে নিহত নিরব শেখের বাবা রিয়াজুল শেখ (৪০) বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিরব শেখ'কে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করেছে মর্মে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার কোতয়ালি থানার মামলা নং- ৭১, তারিখ ৩০ মে, ধারা- ৩০২,২০১,৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। এরপর ওই হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা হত্যায় জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এরই ধারাবাহিকতায় উপরোক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নিরব হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
নিরব হত্যা মামলায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতারকৃত দুই আসামি মো. সোহাগ কবির (২০) ও মো. আসিফ ফকির (১৯)কে তাঁর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান।
এ বিষয়ে নিরব হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ও কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে মো. সোহাগ কবির (২০)কে ৭ দিনের রিমান্ড আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে।'
এছাড়া অন্য আসামি মো. আসিফ ফকির (১৯) কে একই প্রক্রিয়ায় সোমবার (২ জুন) আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এসআই আশরাফুল।
(আরআর/এসপি/জুন ০১, ২০২৫)