ফরিদপুরে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী আজ রবিবার দুপুরে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) ফরিদপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেনসিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক, ফরিদপুর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ।
উক্ত ফুটবল প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য যে এই প্রশিক্ষণটি গত মঙ্গলবার (২০ মে) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শুভ উদ্বোধন হয়এবং একটানা এই ফুটবল প্রশিক্ষণ চলমান ছিল।
সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আশাবাদ ব্যক্ত করেন আগামীতে এই প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলাররা ফরিদপুর জেলা পর্যায়ে, তথা অন্যান্য পর্যায়ে ড়ভালো ফলাফল বয়ে আনবে। পরবর্তীতে অতিথিরা। আনুষ্ঠানিকতা শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
(আরআর/এসপি/জুন ০১, ২০২৫)