গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এস.এম. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র থাকলে পালাতে হয় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না। যে শাসক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, জনগণকে যারা বিশ্বাস করে, জনগনকে যারা তোয়াক্কা করে, জনগণ তাদের সম্পদ হয়ে যায়, তাদের পালাতে হয় না। যেমন আমার নেত্রী বেগম খালেদা জিয়া পালায়নি। ১/১১ এর সময় তার উপরে চাপ ছিল। তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যায়নি। 

তিনি বলেন, ষড়যন্ত্র করে অন্যকোন অযুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করতে সুযোগ দেয়া যাবেনা।যারা গণতন্ত্রকে পছন্দ করেননি তারাই ষড়যন্ত্র করছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত মোকাবেলা করা একটি অনির্বাচিত সরকারের থাকেনা।

তিনি আরো বলেন, আমরা চাই, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়বো। সবাই মিলে আমরা দেশটাকে হেফাজত করবো। জনগন ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

তিনি আরো বলেন, আমরা সেই সংস্কার চাই যাতে জনগন ভোট দিয়ে নির্বাচিত করার পরে কেউ যেন নিজেকে মোগল সম্রাট মনে করতে না পারে। তিনি জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেন।

রবিবার বিকেলে গোপালগঞ্জের কোপালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল যারা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে সমান। এই কোটালীপাড়ার মানুষ আগে তাদের ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে আশাকরি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

কোটালীপাড়া সরকারী আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এম, এম মহিউদ্দিন। সমাবেশে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও এসময় বক্তব্য রাখেন।

দীর্ঘ দুইযুগ পর রবিবার (১ জুন) অনুষ্ঠিত হয় কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয় তোরন। টাঙ্গানো হয় নানা ধরনের ব্যানার-ফেস্টুন।

(টিবি/এএস/জুন ০২, ২০২৫)