ট্রেনে ফিরতি যাত্রা, আজ মিলছে ১২ জুনের টিকিট
.jpg)
স্টাফ রিপোর্টার : আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী ঈদের পরে আগামী ১২ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ৮টায় বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল উভয় অঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।
এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
(ওএস/এএস/জুন ০২, ২০২৫)